স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কোন পদক্ষেপ নেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কোন পদক্ষেপ নেই - ajkerparibartan.com
স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কোন পদক্ষেপ নেই

2:57 pm , June 19, 2025

করোনা এসেছে তবুও

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালে করোনা রোগী শনাক্ত হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার কোন দৃশ্য কোথাও দেখা যাচ্ছে না। হাসপাতালগুলোতে করোনা কর্ণার এখনো গড়ে ওঠেনি। কোথাও করোনা পরীক্ষার কীট পাওয়া যায়নি, দেখা যায়নি করোনা পরীক্ষা হতে।
গত ১২ জুন বরিশাল জেনারেল হাসপাতালে একজন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়। পরে তাকে হোম আইসোলেশনের জন্য বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে। এর পরেও এই হাসপাতালে করোনা সাবধানতার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। হাসপাতালের শিশু ওয়ার্ডের দরজায় করোনা কর্ণার লিখে সাটানো হয়েছে। কোথাও করোনা পরীক্ষার ক্ষেত্র দেখা যায়নি। এখনো নিশ্চিত হয়নি মাস্কের ব্যবহার। সাংবাদিক এলে তাৎক্ষনিক একটা কিছু দেখিয়ে দেয়ার প্রবনতা চলে।
হাসপাতালের করোনা কর্ণারের স্টাফ নার্স দুলালী রাণী বলেন, আসলে এটা ডেঙ্গু ওয়ার্ড, আগে ছিলো শিশু ওয়ার্ড। এখানে পক্সের রোগীও রাখা হতো।  এখন এটা করোনা রোগী রাখার জন্য প্রস্তুত করা হয়েছে। করোনা রোগী রাখার জন্য যখন যেটা দরকার হয় সেটাই এখানে আনা হয়।
তবে এখানকার কর্তা বলছেন সবকিছুই ঠিকঠাক চলছে, চলছে করোনা পরীক্ষাও।
এ হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার মলয় কৃষ্ণ বড়াল বলেন, এখানে আমরা রেপিজেটিজেন টেস্ট করছি। এখানে পজেটিভ শনাক্ত রগীটি ভালো আছে, তাকে বাসায় পাঠানো হয়েছে। রোগীদের মতে সচেতনতা পরিলক্ষিত হচ্ছে না। আমরা মাইকিং করছি।
বরিশালে প্রথম দফায় মোট ৫৪ হাজার ২৬৯ জন করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ৬৯৩ জন মারা যান। ২০২৩ সালের ডিসেম্বরে বরিশালে করোনা পরীক্ষা বন্ধ হয়। এখন আবার চালুর তাগিদ এসেছে। যদিও করোনা ঠেকানোর প্রাথমিক কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কোথাও কেউ পদক্ষেপ নেয়নি।
রোগিদের একজন বলেন, হাসপাতাল দেখে মনে হচ্ছে করোনা নেই। কোথাও কোন কার্যক্রম দেখতে পাচ্ছি না। রোগীদের করোনা সংক্রমন থেকে বাঁচতে মাস্ক পরার নির্দেশনাও দেয়া হয়নি।
অন্য এক একজন বলেন, আমি একজন গর্ভবতি মা হিসেবে হাসপাতালে এসেছি কিন্তু এখানে করোনা সচেতনতার কোন কিছুই দেখছি না। মাস্ক আমি নিজেও পরিনি অন্য কেউও পরেনি, কেউ পরতেও বলছে না। সরকার প্রচার করলেও কোথাও সচেতনতা দেখছি না।
একই দৃশ্য দেখা গেছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে কেবল ৩০ বেডের করোনা ইউনিট তৈরির কাজ শুরু হয়েছে। তবে বরিশালের স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে সব ঠিক হয়ে যাবে। এ বিষয়ে তাদের জোর প্রস্তুতি চলছে।
বরিশালের স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে আমরা করোনা পরীক্ষা শুরু করেছি। ইতিমধ্যে বরিশালে একজন রোগী শনাক্ত হয়েছে। অনেকদিন পর্যন্ত আমরা করোনা কার্যক্রমে ছিলাম না, এজন্য কিছু বিলম্ব হচ্ছে। ২/১ দিনের মধ্যে করোনা পরীক্ষার কীটস সব জায়গায় পৌছে যাবে। স্বাস্থ্যবিধি মেনে চলার উপর আমরা গুরুত্ব দিচ্ছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT