মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম কারাগারে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম কারাগারে - ajkerparibartan.com
মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম কারাগারে

2:57 pm , June 19, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ৪টি মামলায় গ্রেফতার দেখিয়ে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুর ২টায় আদালতে হাজির করা হয় জসিমকে। অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তার জামিন আবেদন না-মঞ্জুর করে জেল হাজতে  প্রেরণের নির্দেশ দেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর সাগরদী খালপাড় সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী পুলিশ। জসিম সদর আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের অনুসারী ছিলেন। ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সিএন্ডবি রোডে বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করে হত্যা চেষ্টা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগে অভিযোগে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি জসিম উদ্দীন।
সরকার পতনের পর পরই আত্মগোপনে চলে যান মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, বুধবার রাতে নগরীর সাগরদী খালপাড় সড়ক এলাকায় একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
জসিম উদ্দিনকে ৪ টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদিরা হলেন- মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার, মো: সুলতান, মোহাম্মদ রফিক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT