2:55 pm , June 19, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ১০ বছরের শিশুকে জোরপূর্বক অপহরণ করায় একজনের নামে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। বৃহস্পতিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ওই নির্দেশ দেন। বাদি বাবুগঞ্জের দক্ষিণ ভুতেরদিয়া গ্রামের নতুন চরের অধিবাসী আছিয়া বেগম মামলায় উল্লেখ করেন-তার মেয়ে (১০) মাদ্রাসায় আসা-যাওয়ার পথে একই গ্রামের মাজারুল ইসলাম কু-প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে গত ১৬ জুন আসামি মাজহারুল ইসলাম বাদির কন্যাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।