উজিরপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা উজিরপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা - ajkerparibartan.com
উজিরপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

2:54 pm , June 19, 2025

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রতিবেদক ॥  উজিরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভিআইপি রোডে একটি বসতঘর থেকে আলেয়া বেগম (৬০) নামে এক বিধবা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।  ধারনা করা হচ্ছে ২দিন আগে ওই বিধবার গলায় গামছা পেছিয়ে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে  হত্যাকান্ডের আগে তাকে ধর্ষণ করা হয় । গতকাল বৃহস্পতিবার  সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিমের মর্গে প্রেরন করা হয়েছে। নিহত আলেয়া বেগম  ওই এলাকার মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী। সে ৩ সন্তানের জননী । পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার  সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশ দিয়ে হাটা-চলার সময় দুর্গন্ধ পেয়ে বাসার ভেতরে উঁকি দিয়ে উলঙ্গ অবস্থায় আলেয়া বেগমের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে,  নিহত ওই নারী একাই বাসায় থাকতেন। তার ছেলে মাহতাব ঢাকায় থাকেন। ২ মেয়ে শ্বশুর বাড়িতে থাকার কারনে তিনি বাসায় একা ছিলেন। নিহত আলেয়া বেগমের  প্রতিবেশী ভিআইপি রোড়ের বাসিন্দা  রব গোমস্তার স্ত্রী আফসানা বেগম বলেন, বৃহস্পতিবার সকালে আলেয়া বেগমকে খুঁজতে গিয়ে দেখি ফ্লোরে উলঙ্গ অবস্থায়  তার মরদেহ পড়ে আছে।  উজিরপুর ও বানারীপাড়া  সার্কেল এর এএসপি একরামুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, বিধবা নারীকে হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT