3:28 pm , June 18, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ দক্ষতা উন্নয়নের মাধ্যমেই যুবসমাজের কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব বলে মনে করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
তিনি গতকাল সকালে বরিশাল টিটিসি এর সভাকক্ষে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ক্ষুদ্রঋণ, আত্মকর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় একথা বলেন।
জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং দরিদ্রতা হ্রাস করার ক্ষেত্রে যুবসমাজকে দক্ষতা উন্নয়ন বিষয়ে সচেতন করার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করে তুলতে হবে। যারা বিদেশ যেতে চায় তাদের দক্ষ কারিগর হিসেবে রূপান্তর করতে পারলে টাকা ও সম্মান দুটোই মিলবে। যুবসমাজকে প্রশিক্ষণ ও ঋণ সহায়তার পাশাপাশি মনিটরিং এর মাধ্যমে সঠিক পথে এগিয়ে নিতে পারলে পরিবার, সমাজ ও দেশ উপকৃত হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (সিড ফাইন্যান্সিং) প্রিয় সিন্ধু তালুকদার ও বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক প্রিন্স বাহাউদ্দিন তালুকদার বক্তব্য রাখেন।