3:27 pm , June 18, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বানারীপাড়া ডিগ্রী কলেজের ছাত্রীকে জোরপূর্বক অপহরণ এবং ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বানারীপাড়া থানার ওসিকে বাদীকে নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওই নির্দেশ দেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন : বানারীপাড়ার তুষার সরকার ওরফে বিশ্বজিৎ, সুদীপ্ত সরকার, বিলাস সরদার। বাদী মামলায় উল্লেখ করেন, কলেজে আসা-যাওয়ার পথে এক তুষার সরদার প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে ২০২৫ সালের ২৭ এপ্রিল বাদী বাড়ির পাশে পানি আনতে গেলে আসামিরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বাদিকে জোরপূর্বক ধর্ষণ করে। বাদি কোনভাবে পালিয়ে এসে মামলা করলে বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীকে নিরাপত্তা দেওয়ার জন্য ওসিকে নির্দেশ প্রদান করেন।