প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার - ajkerparibartan.com
প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার

3:26 pm , June 18, 2025

চরফ্যাসন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসনে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (ফেইজ-২) প্রকল্পের আওতায় অবহিতকরণ সেমিনার  অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে চরফ্যাসন উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রান্তিক পেশাজীবীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প( ফেইজ-২)প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের ১৫০টি উপজেলার ২৪ হাজার প্রান্তিক জনগোষ্ঠীর  পেশাজীবীদের ডাটাবেজ তৈরি করে  প্রশিক্ষনের  আওতায় আনা হবে। এদরে মধ্যে কামার , কুমার, নাপিত, বাশ-বেত দিয়ে কুঠির শিল্প প্রস্তুতকারক, জুতা মেরমাত ও প্রস্তুতকারক(মুচি) এবং নকশি কাথা প্রস্তুতকারক, কাসা ও পিতল দিয়ে পণ্য প্রস্তুতকারক, ধোপাসহ বিভিন্ন প্রান্তিক পেশাজীবীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য এ প্রকল্প কাজ করবে।
উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথির সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, চরফ্যাসন থানার ওসি তদন্ত খলিলুর রহমান প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT