3:25 pm , June 18, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে মঙ্গলবার মাগরিব বাদ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সভাকক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে উপজেলা ও ইউনিয়ন শাখা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আলী হোসেন। সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক এইচ.এম হাফিজ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা রায়হান জুসমানী, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা তাওহিদ মারুফ, কাউখালী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলী হোসেন হাওলাদার, সেক্রেটারী আরাফাতুর রহমান শাওন।