3:24 pm , June 18, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ কীটনাশক ও বিষমুক্ত ফল, সবজি, ফসল আবাদের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় দিনব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার গৌরনদী উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা কৃষি অফিসার সেকান্দার শেখের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। প্রধান অতিথি ফসলি জমিতে কীটনাশক ব্যবহারে স্বাস্থ্য সুরক্ষায় শরীরে পিপিই ও মাস্ক পরে কীটনাশক স্প্রে করার বিষয়ে গুরুত্বারোপ ও নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাত হান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, কৃষাণী তাসলিমা আফরিন।
গৌরনদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চলনায় বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার শাহ আরিফুল ইসলাম। তিনি বলেন, গৌরনদী উপজেলার মাটি অনেক ভালো। ফসলি জমিতে আগাছা সরাতে হবে, তাহলে আবাদ আরও বেশি ভালো হবে। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে মানবদেহে মারাত্মক প্রভাব পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, প্যানেল আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন।