হিজলায় রাজনৈতিক নেতার সুনাম নষ্ট করার চেষ্টা হিজলায় রাজনৈতিক নেতার সুনাম নষ্ট করার চেষ্টা - ajkerparibartan.com
হিজলায় রাজনৈতিক নেতার সুনাম নষ্ট করার চেষ্টা

3:24 pm , June 18, 2025

হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলা উপজেলায় রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী খালেক মাঝির সুনাম নষ্ট করতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। খালেক মাঝি উপজেলার হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। হিজলা উপজেলায় বিএনপির গ্রুপিং চরমে। গত ৫ আগস্টের পরে হরিনাথপুর ইউনিয়নে খালেক মাঝিকে নিয়ে ফেইসবুকে ফেইক আইডি দিয়ে নানা অপপ্রচার চালায়। এছাড়াও বরিশালের সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায়।
গত ১৬ জুন সকালে প্রতিদিনের ন্যায় হরিনাথপুর লঞ্চঘাট দিয়ে গঙ্গাপুর মাছঘাটে যাচ্ছিলেন খালেক মাঝি। লঞ্চে ঈদের যাত্রীদের প্রচ- ভিড় ছিল। তখন লঞ্চের কিনারায় একজন বৃদ্ধ মহিলা দেখে এক যাত্রীর সিটের পাশে বসতে বলেন। তখন ওই যাত্রী বাধা দিলে বাগবিত-া হয়। লঞ্চের স্টাফদের সাথেও তাদের বিবাদ হয়। পরে গঙ্গাপুর লঞ্চঘাটে খালেক মাঝি নেমে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান।
ওইদিন ঝান্ডা লঞ্চে যাত্রী ছিলেন ঢাকা উত্তরা থানা আওয়ামী লীগের  সভাপতি হিজলা উপজেলার বাসীন্দা  কাজী মেহেদি হাসান। সে ঢাকার একটি পত্রিকার সাথে জড়িত। এ  ঘটনায় স্থানীয় দৃষ্টচক্রের সাথে ষড়যন্ত্র করে পত্রিকায় সংবাদ করায় যাতে বিএনপি নেতা খালেক মাঝির সম্মান নষ্ট হয়।
খালেক মাঝি বলেন, চরম মানসিক হয়রানির  শিকার আমি। এলাকায় আমার জনসমর্থন দেখে কিছু কুচক্রী মহল এসব করাচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT