3:35 pm , June 18, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন বরিশাল এর সমাজসেবা অধিদপ্তরের সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্তির বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বুধবার আগরপুর রোডস্থ সংগঠন কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক সদস্যের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সমাজসেবা অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এ সুলতান মাহমুদ বাবুল। আরো উপস্থিত ছিলেন সহসভাপতি এমএ শেলি, গাজী কামরুল হাসান নিলু, এ কে এম লুৎফুল করিম তরুণ, সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু, হাফিজুল ইসলাম খান, সরদার জাকির হোসেন, রেজাউল ইসলাম খান, এ কে এম কবিউল করিম, নাসির উদ্দিন তালুকদার, প্রফেসর মো. আব্দুল মোতালেব হাওলাদার, হারুন অর রশীদ, রেজাউল করিম বুলবুল, সাহিদুর রহমান, প্রফেসর আব্বাস উদ্দিন খান, রফিকুল ইসলাম, মাহবুব আলম খোকন, সালেহ মো. শেলী, তাজ মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মঈনউদ্দীন আহমেদ বাচ্চু ব্যক্তিগত কাজে দেশের বাইরে থাকায় তিনি ভিডিও কলের মাধ্যমে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।