4:29 pm , June 17, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ মে মাসে বরিশালে ২৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এরমধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ৯টি ও জেলায় ১৯ টি। বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সকালে বরিশালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় জানানো হয় গত মে মাসে ৩৫৬টি অপরাধ সংগঠিত হয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় বরিশালের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক বলেন, নারী নির্যাতন বন্ধে কাজ করতে হবে। সভায় জানানো হয়, মে মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৪০টি ও জেলায় ২১৬ টি অপরাধ সংগঠিত হয়েছে। এরমধ্য বরিশাল মেট্রোপলিটন এলাকায় ডাকাতি একটি, খুন ৪টি, দাঙ্গা একটি, চুরি ৫টি, নারী নির্যাতন ১২টি, অপহরণ একটি, মাদক দ্রব্য ৩৭ টি, পুলিশ আক্রান্ত একটি, দ্রুত বিচার একটি, শিশু নির্যাতন একটি , ধর্ষণ ৯টি, অন্যান্য অপরাধ ৫১টি।
অপরদিকে বরিশাল জেলায় মে মাসে ২১৬ টি অপরাধ হয়েছে। এরমধ্যে ডাকাতি একটি, দস্যুতা একটি, খুন দুটি,সিঁধেল চুরি ৬টি, চুরি ৬টি, নারী নির্যাতন ২৩টি, মাদক দ্রব্য ২৯টি,পুলিশ আক্রান্ত একটি , ধর্ষণ ১৯টি, অন্যান্য অপরাধ ১২৮টি। মহিলা অধিদপ্তরের উপর পরিচালক মেহেরুন নাহার মুন্নি বলেন, বরিশালে ইভটিজিং, নারী নির্যাতন, ধর্ষণ প্রতিরোধে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনাবৃদ্ধি করা প্রয়োজন।