ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার ! ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার ! - ajkerparibartan.com
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার !

4:24 pm , June 17, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা সাইদুল ইসলাম রনি ও তার বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা রুস্তুম আলী সিকদার।
মঙ্গলবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির হলরুমে তিনি লিখিত বক্তব্যে বলেন, রনি বাহিনী দলীয় পরিচয়ের অপব্যবহার করে একের পর এক সন্ত্রাসী কর্মকা- চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের মুখ বন্ধ রাখতে বিএনপির উচ্চপর্যায়ের যোগাযোগের ভয় দেখানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে রুস্তুম আলী সিকদার বলেন, “আমি রানাপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতি করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে নাশকতার মামলায়ও আসামি হয়েছি। অথচ আজ আমি ও আমার পরিবার রনি বাহিনীর হাতে জিম্মি।”
তিনি অভিযোগ করেন, গত ১৩ জুন বিকেলে ছাত্রদল আহ্বায়ক রনি, জুলফিকার ওরফে ‘ডিস জুলহাস’ এবং নেছাব আলীর নেতৃত্বে তার মালিকানাধীন জমিতে থাকা ‘জাতীয়তাবাদী ফোরাম রানাপাশা ইউনিয়ন’ নামের একটি ক্লাবঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়।
রুস্তুম আলী জানান, ঘটনার পর উল্টো রানাপাশা ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব আলম আবু তাহেরকে বাদী করে তার (রুস্তুম) নামে ও আরও ১৩ নেতাকর্মীর নামে একটি মিথ্যা মামলা করা হয়।
ছাত্রদল নেতা রনি ও তার ভাই লিটন এলাকায় ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা সরবরাহ করে যুব সমাজ ধ্বংস করছে। ইউনিয়ন পরিষদের প্রকল্প, এলজিইডির রাস্তাঘাট এবং এডিপির কাজেও চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
এছাড়া পারিবারিক কবরস্থানে বালু ফেলতে গিয়েও এক লাখ টাকা চাঁদা দাবি করে তার বাহিনী, এমন অভিযোগও তুলে ধরেন রুস্তুম আলী।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভুক্তভোগী জামাল হোসেন মল্লিক ও মো. হেলাল সিকদার।
এ বিষয়ে সাইদুল ইসলাম রনি বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করে একটি মহল বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT