4:22 pm , June 17, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকার হত্যা মামলায় ও বরিশালের ৩টি মামলায় গ্রেফতারকৃত মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সদর আসনের সাবেক সদস্য সদস্য জেবুন্নেছা আফরোজকে বরিশালের তিন টি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন। গতকাল বুধবার জামিনের শুনানী অনুষ্ঠিত হবে বলে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সদর থানার জি আর ও এনামুল হোসেন। দুপুর ১ টায় করা নিরাপত্তার মাধ্যমে বরিশাল আদালতে আনা হয় জেবুন্নেছা আফরোজকে। এর আগে ১৭ মে ঢাকার কেরানীগঞ্জে একটি হত্যা মামলা ও বরিশালের তিনটি মামলায় জেবুন্নেছাকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি ঢাকার কাশিমপুর কারাগারে ছিলেন। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জেবুন্নেছাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার (পদস্থগিত হওয়া) যুগ্ম সদস্য মারজুক আব্দুল্লাহ-এর একটি বিস্ফোরক মামলায় তাকে শোন গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় রাষ্ট্র পক্ষ থেকে শোন অ্যারেস্টের আবেদন করা হয়েছিলো। আদালত মামলাটি যাচাই শেষে দৃশ্যমান গ্রেফতারের আদেশ দেন। বুধবার জামিনের শুনানি অনুষ্ঠিত হবে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তার বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় তিনটি মামলা রয়েছে।