মনপুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার পরিবারের দাবী পরিকল্পিত হত্যা  মনপুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার পরিবারের দাবী পরিকল্পিত হত্যা  - ajkerparibartan.com
মনপুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার পরিবারের দাবী পরিকল্পিত হত্যা 

4:14 pm , June 17, 2025

আফজাল হোসেন, ভোলা প্রতিবেদক ॥ মনপুরায় নিজ বাড়ির বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ঘরে থাকা নিহত গৃহবধূর স্বামীকে আটক করে পুলিশ।
মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ইউনুছের বাড়িতে এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকাল ১০টায় নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
নিহত গৃহবধূ তানিয়া আক্তার (২৩) উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ইউনুছের মেয়ে। তিনি এক সন্তানের জননী ছিলেন।
আটককৃত স্বামীর নাম  সজিব হোসেন। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ইসমাইলের ছেলে।
নিহত গৃহবধূর মা মাহিনূর বেগম বলেন, মেয়ের জামাই পরকীয়ায় আসক্ত ছিলেন। এই নিয়ে দুইজনের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। এমনকি মেয়েকে আমাদের সামনে জামাই মারধর করতো। পরে মেয়ে নাতিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে।
তিনি আরও জানান, সোমবার (১৬ জুন) মেয়ের জামাই বাড়িতে আসে। ফের মেয়ে ও মেয়ের জামাই এর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রাত ১টার দিকে নাতি কান্নাকাটি করতে থাকে। পরে মেয়ের রুমের সামনে গিয়ে ডাকাডাকি করলে কোন শব্দ না পেয়ে রুমে প্রবেশ করে দেখি মেয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে, হাটু ভাঙ্গা। বিছানায় মেয়ের জামাই সজিব শুয়ে রয়েছে। পরে চিৎকার দিলে মেয়ের বাবা ইউনুছ আসে। এ সময় মেয়ের জামাই সজিব পালিয়ে যেতে চায়। পুলিশকে খবর দিলে তারা এসে ঝুলন্ত অবস্থায়  মেয়ের লাশ উদ্ধার করে ও মেয়ের জামাই সজিবকে আটক করে।
তিনি দাবী করেন, সজিব পরিকিল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করে ঝুঁলিয়ে রাখে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবী করেন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ  আহসান কবির বলেন, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT