চরফ্যাসনে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা  চরফ্যাসনে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা  - ajkerparibartan.com
চরফ্যাসনে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা 

4:14 pm , June 17, 2025

চরফ্যাসন প্রতিবেদক॥ চরফ্যাসনে ব্যবসায়ীর দোকান ঘর জবর দখল করে তিন দফায় ১ লাখ ৭৫ হাজার টাকা চাঁদা হাতিয়ে নিয়ে ফের আরও ১ লাখ টাকা চাঁদার দাবীতে ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে নুরাবাদ ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক নুরে আলমের বিরুদ্ধে। এতেই থেমে থাকেননি ওই কৃষকদল নেতা। গত মঙ্গলবার সকালে ওই ব্যবসায়ীকে অবরুদ্ধ করে তার দাবীকৃত এক লাখ টাকা দাবী করেন। ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করলে তার ওপরে হামলা চালিয়ে মারধর করা হয়। পরে স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে দুলারহাট থানা পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন। পরে স্বজনরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন বলে জানাগেছে।
গতকাল মঙ্গলবার সকালে দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে চর তোফাজ্জল গ্রামের নাইবের মসজিদ সংলগ্ন চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
এঘটনার পর তিনি বিকালে বাদী হয়ে কৃষকদল নেতা নুরে আলম ও তার ভাই মো. কালুসহ দুইজনকে আসামী করে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বৃদ্ধ ব্যবসায়ী শাহে আলম তালুকদার জানান, কৃষকদল নেতা নুরে আলম ২০১৫ সালে তার বসতবাড়ির সামনের সড়কের ঢাল দখল করে নেন। ওই সময় স্থানীয় গণ্যমান্যদের সমঝোতায় স্ট্যাম্পে লিখিত করে তাকে ৩০ হাজার টাকা দিয়ে দোকান ভিটি থেকে উচ্ছেদ করা হয়। এর পরে তিনি পরিবার পরিজন নিয়ে ঢাকায় চলেন যান। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি দেশে ফিরে এসে ফের আরও একটি দোকান ঘর দাবী করেন। ওই দোকান ভিটে তার মালিকানা দাবী করে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিলেন। পরে তিনি নিরুপায় হয়ে উপজেলা বিএনপির এক নেতার দ্বারস্থ হলে ওই নেতার মধ্যস্থতায় তাকে প্রথম দফায় ৬০ হাজার টাকা ও দ্বিতীয় দফায় ৮৫ হাজার টাকা দিয়ে ফের ওই দোকান ঘরের দখল পজেশন নিয়ে তিনি আধাপাকা দোকান ঘর নির্মাণ করে ভোগ দখলে আছেন।
এতেই থেমে থাকেননি ওই কৃষকদল নেতা। তিনদফায় ১ লাখ ৭৫  হাজার টাকা নিয়েও দোকান ঘরের মালিকানা দাবী করে তালা ঝুলিয়ে দেয়। এবং এক লক্ষ টাকা চাঁদা দাবী করেন।
মঙ্গলবার তিনি নিজ বাড়ি থেকে স্থানীয় দুলারহাট বাজারে যাওয়ার পথে কৃষকদল নেতা নুরে আলমসহ তার দলবল পথরোধ করে তাকে অবরুদ্ধ করে দাবীকৃত ১ লক্ষ টাকা দাবী করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে তার ওপর অর্তকিত হামলা চালানো হয়।
কৃষকদল নেতা নুরে আলম বলেন, ৬০ হাজার টাকা ঘর ভিটে বিক্রি বাবদ দেয়ার কথা থাকলেও ওই টাকা আমি সঠিকভাবে পাইনি। আমি পাওনা টাকা দাবী করছি।
দুলারহাট থানা কৃষকদলের সভাপতি মো. মনির বেপারী বলেন, সম্প্রতি একটি দোকান ঘর নিয়ে বিপত্তি শুরু হলে আমি ৬০ হাজার টাকা আদায় করে সমোঝতা করে দিয়েছি। আরও জমি আছে। ওই জমি আওয়ামী লীগ আমলে নুরে আলমের কাছ থেকে চেয়ারম্যান আলমগীর হওলাদার জোর করে স্ট্যাম্পে লিখে নিয়েছেন। সেই দোকান ভিটের টাকাই নুরে আলম দাবী করছেন।
দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেয়েছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT