4:11 pm , June 16, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা বিদ্যালয় এর দশম শ্রেণীর ছাত্রী শম্পা আক্তার ১৫কে অপহরণ শেষে ধর্ষণ করার অভিযোগে বরিশাল নগরের বালুর মাঠের কেডিসি বস্তির ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল পি বি আইকে তদন্তের নির্দেশ দেন। সোমবার বরিশালের নারী ও শিশু নিয়াতন দমন ট্র্যাইবুনালের জজ ওই নিদেশ দেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হচ্ছেন বালুর মাঠের মো:খলিল, মো: ইমরান, তানিয়া, মো:জুয়েল, মো: জাহিদ, রুনু বেগম। কেডিসি বালুর মাঠ বস্তির অধিবাসী নুরজাহান বেগম মামলায় উল্লেখ করেন বাদির কন্যা স্কুলে আসা যাওয়ার সময় এক নাম্বার আসামি মোঃ খলিল বাদির কন্যাকে কু প্রস্তাব দেয়। এতে বাদীর কন্যা রাজি না হলে ২০২৫ সালের ১০ই জুন বাদির কন্যা ঘর থেকে বের হলে আসামিরা বাদিরকন্যাকে মুখ চেপে অপহরণ করে নিয়ে যায়। অন্যান্য আসামিরা এতে সাহায্য করে। এরপর একটি নির্জন স্থানে নিয়ে বাদির কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করে মামলা দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আজিবুর রহমান।