4:10 pm , June 16, 2025

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহায়তা কামনা
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের জনসাধারণের কাঙ্খিত চাহিদা পূরণকল্পে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বিসিসির প্রশাসকের নির্দেশক্রমে এলক্ষ্যে ২ সদস্য বিশিষ্ট মনিটারিং টিম গঠনপূর্বক ৩০টি ওয়ার্ডে ট্যাগ অফিসার নিয়োগ প্রদান করা হয়েছে। নগরভবন সংশ্লিষ্ট সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসানউদ্দিন রোমেল জানান, ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসক মহোদয় ইতোমধ্যে নির্দেশ প্রদান করেছেন। সে নির্দেশনা অনুযায়ী নগরীতে জনসচেতনতায় ডেঙ্গু বিষয়ক বিশেষ বার্তা মাইকযোগে প্রচারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর করনীয়-শীর্ষক বিজ্ঞপ্তি পত্রিকাসমূহে প্রকাশ করা হয়েছে। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে ২ সদস্য বিশিষ্ট মনিটারিং টিম গঠনপূর্বক ৩০টি ওয়ার্ডে ট্যাগ অফিসার নিয়োগ প্রদান করার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসক মহোদয় এ কার্যক্রম সরাসরি তত্ত্বাবধায়ন করবেন। এবং তাঁর নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী একটি পরিচ্ছন্ন নগরী গড়তে সম্ভব সব ধরনের উদ্যোগ গ্রহন করা হবে। প্রধান নির্বাহী বলেন, প্রশাসক মহোদয় মনেপ্রানে বিশ^াস করেন সবার সহযোগিতাই পারে নগরবাসীকে সুন্দর-পরিচ্ছন্ন একটি নগরী উপহার দিতে। জনসাধারণের কাঙ্খিত চাহিদা পূরণকল্পে নগরীর ৩০টি ওয়ার্ডে যে কার্যক্রম শুরু হয়েছে তা বাস্তবায়নে জনসাধারণকে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি উদ্বুদ্ধ করে নিজ নিজ বাসাবাড়ি, ভবন এবং এলাকা পরিষ্কার রাখার আহবান জানানো হবে জানিয়ে রেজাউল বারী বলেন, প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে আমরা নগরবাসীকে আহবান জানাবো যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না, কোথাও পানি জমে থাকতে দিবেন না। ডাবের খোসা, টিনের কৌটা, পরিত্যক্ত বোতল, প্লাস্টিকের পট, হাঁড়ি, ভাঙা বা পরিত্যক্ত ফুলের টব যেখানে-সেখানে রাখবেন না। নগরভবনের একটি সূত্রে জানা গেছে, চলতি বছর জলাবদ্ধতা নিরসনে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রায়হান কাওছার নগরীর ড্রেন সমূহ পরিষ্কার রাখার জন্য আগেভাগেই পদক্ষেপ গ্রহন করেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেছেন। পাশাপাশি দখল-দূষনে ভাগাড়ে পরিণত হওয়া খালগুলো পুনরুদ্ধারে সাহসী পদক্ষেপ নেয়ায় খালগুলো যেন প্রাণ পেতে শুরু করেছে। সচেতন মহল মনে করেন, নগরীর ৩০টি ওয়ার্ডের জনসাধারণের কাঙ্খিত চাহিদা পূরণকল্পে বিসিসির প্রশাসকের দায়িত্বে থাকা রায়হান কাওছারের নেয়া পদক্ষেগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে সত্যিকার অর্থে নগরবাসী তাঁদের কাঙ্খিত একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী সহসাই উপহার পাবে।