4:06 pm , June 16, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ টরকী বন্দরের এক পাইকারী চাল ব্যবসায়ীর কাছে আওয়ামী লীগ নেতা সিকদার শফিকুর রহমান ওরফে রেজাউল সিকদার দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সোমবার বেলা ১১টায় ব্যবসায়ীর দোকানে হামলা চালায়। হামলার প্রতিবাদে টরকী বন্দরের সহ¯্রাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে কয়েকশ যানবাহন আটকা পড়ে জনজটের সৃষ্টি হলে সাধারন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে দুপুর দেড়টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন ব্যবসায়ীরা।
বন্দরের ব্যবসায়ী, ভূক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত সিকদার হাবিবুর রহমানের ছেলে গৌরনদী উপজেলা আওয়ামী লীগ নেতা সিকদার শফিকুর রহমান ওরফে রেজাউল সিকদার টরকী বন্দরের পাইকারি চাল ব্যবসায়ী কালা চাঁন মন্ডলের কাছে রোববার রাতে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় সোমবার সকালে চাঁদা নিতে আসার আল্টিমেটাম দিয়ে চলে যায়। ওই রাতে (রোববার রাতে) ব্যবসায়ী কালা চাঁন বিষয়টি টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শাহাবুব হাসান ও সাধারন সম্পাদক বদিউজ্জামান চঞ্চলকে অবহিত করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ সিকদার রেজাউলকে ডেকে সাশিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার বেলা ১১টায় সিকদার রেজাউল ব্যবসায়ী কালা চাঁনের দোকানে গিয়ে পুনরায় দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় অকথ্য ভাষায় গালিগালাজসহ হামলা করে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়।
ব্যবসায়ী কালা চাঁন অভিযোগ করে বলেন, রোববার রাতে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন সিকদার রেজাউল। সোমবার সকালের মধ্যে পরিশোধের সময় দেন। ওই সময়ের মধ্যে আমি চাঁদা না দেয়ায় বেলা ১১টায় দোকানে এসে হামলা চালিয়ে আমাকে লাঞ্ছিত করেছে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে জীবন নাশের হুমকি দেন। আমি নিরপত্তাহীনতায় ভূগছি। টরকী বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান অভিযোগ করে বলেন, সিকদার রেজাউল একজন চিহ্নিত সন্ত্রাসী। সে প্রায়ই ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। না পেলে হামলা চালায়। তার অত্যাচারে ব্যবসায়ীরা অতিষ্ঠ। সন্ত্রাসী সিকদার রেজাউলকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বন্দরের সহ¯্রাধিক ব্যবসায়ী দোকান পাট বন্ধ করে বিক্ষোভ মিছিল করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।
অভিযোগের ব্যাপারে জানতে শফিকুর রহমান ওরফে রেজাউল সিকদারকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস মিয়া বলেন, চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় বিচারের দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ ও অবরোধ করে। পরবর্তিতে বিচারের আশ্বাস দিলে দুপুর সোয়া ১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন ব্যবসায়ীরা।