4:04 pm , June 16, 2025

হিজলা প্রতিবেদক ॥ হিজলায় সব আমলেই ক্ষমতাধর ঝন্টু বেপারী। যিনি আওয়ামী লীগ আমলে ক্ষমতার দাপটে অনেকের সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে হয়েছেন কোটিপতি।
ঝন্টু বেপারী ও তার সহযোগি বাকের হাওলাদার সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না।তিনি খুন্না গৌবিন্দ্রপুর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারন সম্পাদক। হিজলা থানা সহ দেশের বিভিন্ন থানায় চুরি ডাকাতির একাধিক মামলা রয়েছে।
স্থানীয় অনেকে জানান, আওয়ামী লীগ আমলে অসহায় মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ঝন্টু বেপারী বহাল তবিয়তে। স্থানীয় ভুক্তভোগীরা ঝন্টু বেপারীর অত্যাচারের হাত থেকে বাঁচার আকুতি জানিয়েছেন।
কয়েক মাস আগে ঝন্টু বেপারীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসেছে।