বরিশালে স্থানীয় সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ বরিশালে স্থানীয় সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ - ajkerparibartan.com
বরিশালে স্থানীয় সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ

4:03 pm , June 16, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ পৌর নির্বাহী কর্মকর্তা ও কর নির্ধারক/কর নিরূপণকারীদের জন্য ২ দিনব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ কোর্স গত সোমবার বরিশালে শুরু হয়।
জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউটের আয়োজনে ও বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সোহরাব হোসেন ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবিব। এসময় প্রশিক্ষণার্থী হিসেবে বরিশাল বিভাগের ২৬ টি পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও কর নির্ধারকরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT