4:01 pm , June 16, 2025

বিশেষ প্রতিবেদক ॥ প্রাণঘাতি ডেঙ্গুতে বরিশালে গত ৩ দিনে আক্রান্ত আরো ৩৫৫ জন হাসপাতালে ভর্তির সাথে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বরিশালে মৃত্যুর তালিকায় ৮ জনের নাম যুক্ত হলো। যারমধ্যে গত সপ্তাহেই মারা গেছেন ৫ জন। সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে আরো ১১৯ জন ডেঙ্গু রোগী ভর্তির খবর জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর বলছে, গত ৩দিনে দক্ষিণের ছোট জেলা বরগুনাতেই প্রায় ২শ ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকালের পূর্ববর্তি ৭২ ঘন্টায় সরকারি হাসপাতাল থেকে ৩০৪ জনকে ছাড়পত্র দেয়া হলেও আরো ৩৫৫জন ডেঙ্গু রাগী ভর্তি করার পরে মোট চিকিৎসাধীন ছিলেন প্রায় ৪শ। একই সময় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৬৩ ডেঙ্গু রোগী ভর্তি হলেও ছাড়পত্র দেয়া হয়েছে ৪৯ জনকে। সোমবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন আরো শতাধিক ডেঙ্গু রোগী।
গত শনিবার রাতে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মির্জাগঞ্জের লাইলী বেগম নামে ৪০ বছরের এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে ৩জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশালের জেনারেল হাসপাতাল সহ অন্য হাসপাতালগুলোতে আরো ৬জন ছাড়াও পটুয়াখালীতে ১৯জন, ঝালকাঠীতে ২জন, ভোলায় ৩জন ও পিরোজপুর হাসপাতালে ২জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ পর্যন্ত বরিশাল বিভাগে যে প্রায় ৩ হাজার ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তারমধ্যে বরগুনাতেই ১ হাজার ৮২৪, শের ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ৩৮৬, পটুয়াখালীতে সাড়ে ৩শ, বরিশাল জেনারেল হাসপাতাল সহ অন্য হাসপাতালগুলোতে ১৮৯, ভোলাতে ৩৯, পিরোজপুরে ১১৯ এবং ঝালকাঠীতে ৩০ জন রয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের মতে, সরকারি হাসপাতালে ভর্তিকৃত প্রায় ৩ হাজার ডেঙ্গু রোগীর মধ্যে ইতোমধ্যে ২ হাজার ৫৪২ জনকে ছাড়পত্র দেয়ার পরে সোমবার দুপুর পর্যন্ত হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ছিলেন আরো ৩৮৭ জন।
তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে সরকারি হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের অন্তত ১০গুন বাইরে নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল মহল থেকে বারবারই বরিশাল সিটি করপোরেশন এবং বিভিন্ন পৌরসভা সহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে এডিস মশা নিধনের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদ দেয়া হলেও পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সোমবার থেকে বরিশাল মহানগরীতে ডেঙ্গুর সংক্রমন সম্পর্কে সিটি করপোরেশনের তরফ থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারনা শুরু করা হয়েছে।