গোমা-পিলখানার চরাঞ্চলে ভূমিহীনদের মানববন্ধন ও বিক্ষোভ গোমা-পিলখানার চরাঞ্চলে ভূমিহীনদের মানববন্ধন ও বিক্ষোভ - ajkerparibartan.com
গোমা-পিলখানার চরাঞ্চলে ভূমিহীনদের মানববন্ধন ও বিক্ষোভ

3:11 pm , June 15, 2025

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে ভূমিদস্যু গুলজার শরীফ ও তার লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে সরকারি খাস জমি জাল জালিয়াতি করে দখলের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে কার্ড বাতিল  ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গোমা চরাঞ্চলবাসী।
রোববার বেলা ১২ টায় উপজেলার গোমা ফেরীঘাট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন বশির খান, জামাল খান, আনিছ মোল্লা, দুলাল মোল্লা, আবুল বাসার খান, সমাজসেবক কেএম মাহমুদ হাসান, নজরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার দুধল ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত কলম শরীফের পুত্র গুলজার শরীফ ভূমিহীন নয়। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ভূমিদস্যু। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তিনি তার লাঠিয়াল বাহিনী ও স্বজনদের নিয়ে গোমার চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছেন। আওয়ামী লীগ আমলে ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে জাল জালিয়াতীর মাধ্যমে নামে-বেনামে অর্ধশতাধিক ভূমিহীন কার্ড তৈরি করেন।
গোমা ও পিলখানার হতদরিদ্র ভূমিহীনরা খাস জমি বন্দোবস্তের কার্ড না পেলেও  দুধল ইউনিয়নের ব্যবসায়ী খবির খান, ঢাকার ব্যবসায়ী টিপু মুন্সী, গরু ব্যবসায়ী খোরশেদ খান, কাপড় ব্যবসায়ী আবুল শরীফ, গুলজারের আপন ভাই ঠিকদার মানিক শরীফ, শ্যালক ঠিকাদার পলাশ সিকদার, সরকারি চাকরিজীবি আওলাদ, শ্যলকের বউ আখি নূর, ভাইপো জিসান শরীফ, বায়রা এনছান খাস জমি বন্দোবস্তের কার্ড করে নিয়েছেন। এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলে ২০২৪ সালে তিনি ১৩টি কার্ড বাতিলের প্রস্তাব পাঠালেও উপজেলা ভূমি অফিস অদ্যাবধি তা বাতিল করেনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT