3:10 pm , June 15, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ১৫ জুন জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। সভায় সভাপতি শান্তিপূর্ণভাবে ঈদ-উল-আযহা উদযাপনের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রত্যেক সরকারি অফিসের ওয়েবসাইট হালনাগাদ করতে হবে। কর্মকর্তা কর্মচারীর তথ্য আপডেট করতে হবে। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মান্য করার নির্দেশনা দেন তিনি।
সভায় উপস্থিত ডেপুটি সিভিল সার্জন বলেন, এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বরিশালে এবার আক্রান্তের সংখ্যা কম দেখা যায়। তুলনামূলক বেশি পিরোজপুর ও বরগুনায়। বরিশালে গত ২৪ ঘন্টায় ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ১৭ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে জেলা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে করোনা পরীক্ষা করা হবে বলে প্রস্তুতি চলছে।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঔষধ ছিঁটানো অব্যাহত রয়েছে।
উন্নয়ন ও সমন্বয় সভায় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।