3:09 pm , June 15, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কচাঁ নদীর উপর নির্মিত অষ্টম চীন-বাংলাদেশ মৈত্রী সেতুতে ঈদুল আযহার ছুটির সময় ভ্রমণ পিপাসু মানুষের ঢল নামে। আর এই সময় কাউখালী বেকুটিয়া সেতুর উপর অবৈধভাবে অটো গাড়ি ও মোটরসাইকেল পার্কিং করে। এরফলে ব্রিজের উপরে থাকা চার লেনের গাড়ি চলাচলের পথে বাধার সৃষ্টি হয়। এতে প্রতিনিয়ত সেতুর উপরে দুর্ঘটনা শিকার হয়ে কেউ না কেউ মারা যায়। আবার কেউ কেউ পঙ্গুত্ব বরণ করে। সম্প্রতি দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার বিষয়ে পত্রিকায় বেকুটিয়া ব্রিজ অবৈধ গাড়ির দখলে সংবাদ হলে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়েচড়ে বসে। গত শনিবার রাতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারজনকে জরিমানা করা হয়।
ড্রাইভিং লাইসেন্স না থাকা , হেলমেট পরিধান ব্যতিরেকে মোটরসাইকেল চালনা, মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ও অবৈধ পার্কিং এর অপরাধে ৪টি মামলা দায়ের করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার সুদীপ্ত দেবনাথ বলেন, ব্রিজের উপরে অবৈধ পার্কিং ও দোকান বসানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যারা অমান্য করবেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।