ভান্ডারিয়ায় আবু সালেহ হত্যা মামলার প্রধান আসামীর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা ভান্ডারিয়ায় আবু সালেহ হত্যা মামলার প্রধান আসামীর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় আবু সালেহ হত্যা মামলার প্রধান আসামীর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

3:09 pm , June 15, 2025

তরিকুল ইসলাম, পিরোজপুর প্রতিবেদক ॥ ভা-ারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামে আবু সালেহ হত্যা মামলার প্রধান আসামী  সুমন হাওলাদার এর বসতবাড়ী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী মোদাচ্ছের মৃধা জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা মৃত আলী আকবর হাওলাদার এর বাড়ীর চারদিক আগুন ধরিয়ে দেয়। এ সময় গ্যাসের সিলি-ার বিস্ফোরণের বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। ওই বাড়ীতে কোন লোক ছিলো না। ভস্মিভূত বাড়ীটির ১০ ফুটের মধ্যে তার বাড়ী। তার ছেলে ফোরকান মৃধা স্ত্রী, সন্তান নিয়ে যে ঘরটিতে ঘুমিয়ে ছিলেন মমুহূর্তের মধ্যে সেটিতে আগুন ধরে যায়। অল্পের জন্য তার ছেলে ও নাতী-নাতনী প্রাণে বেঁচে গেছেন। এলকাবাসী জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে অগ্নিকা-ের সংবাদ দিলে রাত ২টার দিকে ভা-ারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত হয়ে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে সুমন হাওলাদার এর বাড়ীটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। সুমন হাওলাদার এর ভাই রুমান হাওলাদার গভীর রাতে ফেসবুক লাইভে এসে নিজেকে ছাত্রদল নেতা দাবী করে এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ তথা তাদের প্রতিপক্ষকে দায়ী করেছেন। আবু সালেহ হত্যাকা-ের পর থেকে ওই বাড়িটি ফাঁকা পড়ে রয়েছে।
উল্লেখ্য জমি ও বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে গত ২৫ মার্চ রাতে ভা-ারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে আবু সালেহ  হাওলাদার (৩৭) কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় তার ভাই আবুল বাশার রুবেল এর একটি পা বিচ্ছিন্ন করে ফেলে প্রতিপক্ষ। এ ঘটনায় ২৫ মার্চ রাতে নিহতের ছোট বোন বাদী হয়ে ১৬ জনকে আসামী করে ভা-ারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার প্রধান আসামীর স্ত্রী রোকসানা বেগম এবং  আসামী সুমন হাওলাদারকে গ্রেপ্তার করে ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT