3:07 pm , June 15, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের ভুরঘাটা এলাকায় রোববার সকালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে জাহিদ হাসান (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করেছে। তবে বাসটির চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান (২৯ ) ঘটনাস্থলেই নিহত হন। নিহত জাহিদ হাসানের বাড়ি মাদারীপুর জেলার শিবচর পৌরসভার বীরহামগঞ্জ এলাকার তালুকদার কান্দি গ্রামে। সে ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানার কাছে হস্তান্তর করে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।