3:06 pm , June 15, 2025

হিজলা প্রতিবেদক ॥ হিজলায় পরকীয়ার অভিযোগ এনে যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। পরে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গত শনিবার রাত ১১টায় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গৌবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবক কাসেম ওই গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।
কাসেমের সাথে একই এলাকার ছত্তার গাজীর বিবাহিত মেয়ে রিপার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।তাদের অবৈধ প্রেমের মধ্যে দূরত্ব হলে গত ৩দিন আগে কাসেম অন্যত্র বিয়ে করেন। ঘটনার রাতে রিপা পরিকল্পিতভাবে কাসেমকে ফোন দিয়ে বাড়িতে আনে। পরে রিপার বাবা ছত্তার গাজি ও রেজাউল ,কবির,মোমিন সহ কয়েকজনে মিলে এলোপাথাড়ি মারধর করে।
কাসেমের মা বলেন, ছত্তার গাজীর সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।
মেয়ের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
হিজলা থানার ওসি তদন্ত জাহিদুল আলম বলেন, কাসেমকে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। রিপার বাবা ছত্তার গাজীকে আটক করা হয়েছে।