নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান - ajkerparibartan.com
নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান

3:05 pm , June 15, 2025

বরিশালে আব্দুল আউয়াল মিন্টু

পরিবর্তন ডেস্ক ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা গেলে বুঝতে হবে বৈঠক ফলপ্রসূ হয়েছে। নির্বাচনের পূর্বে তারেক রহমান দেশে ফিরবেন।’ গতকাল রোববার দুপুরে বরিশাল ক্লাবের হলরুমে বিএনপির বরিশাল বিভাগ এর সাংগঠনিক কর্মকান্ড তরান্বিতকরণ এবং কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কিছু দলের বিরোধিতা করার বিষয়ে মিন্টু বলেন, ‘এটাকে গুরুত্ব না দিয়ে দেশের বেশির ভাগ রাজিনৈতিক দল কী চায় সেদিকে গুরুত্ব দিতে হবে। দেশে বিএনপিসহ ৬২টি দল রয়েছে যার বেশির ভাগ নির্বাচনের পক্ষে।’ বিএনপির এই নেতা আরও বলেন, ‘নির্বাচনের ফলে দেশের মধ্যে যে অস্থিতিশীলতা রয়েছে তা কমে আসবে এবং স্থিতিশীল হবে দেশ। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, অর্থনৈতিক কর্মকা- বাড়বে। এ কারণে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক ইতিবাচক হিসেবে দেখছি।’ অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মহানগর কমিটির নেতৃবৃন্দের কাছে সদস্য ফরম নবায়ন ও তৃণমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম তুলে দেন। সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, হাসান মামুন, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনকুল ইসলাম টিপু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ ৬ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT