ভোলায় ছাত্রদল সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ভোলায় ছাত্রদল সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন - ajkerparibartan.com
ভোলায় ছাত্রদল সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

3:01 pm , June 14, 2025

আফজাল হোসেন, ভোলা প্রতিবেদক ॥ ভোলা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: জসিম উদ্দীন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
গতকাল শনিবার বিকেলে শহরের যুগিরঘোল এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মনিরুল হক।
বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, যুবরাজ, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভির হোসেন শুভ, সদস্য তানজিল । এছাড়া মোহাম্মদ আলী, মো: অলিউল্লাহ, যুবদল নেতা মোশারেফ ও হানিফ এবং স্থানীয় বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ এলাকার কয়েকশ নারী-পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বক্তারা অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পুলিশ প্রশাসন এখনো তাদের সহযোগিতা করছে। তা না হলে  ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। অথচ এ আসামিরা পুলিশের সামনে ঘুরে বেড়াচ্ছে।
উল্লেখ্য, গত ৯ জুন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: জসিম উদ্দীন ও তার পরিবারের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় ভোলা জেলা ছাত্রদলের সভাপতিসহ বেশ কয়েকজন আহত হয়। তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT