গজারিয়া নদীতে গোসল করতে গিয়ে দুই বোন নিখোঁজ গজারিয়া নদীতে গোসল করতে গিয়ে দুই বোন নিখোঁজ - ajkerparibartan.com
গজারিয়া নদীতে গোসল করতে গিয়ে দুই বোন নিখোঁজ

3:01 pm , June 14, 2025

কবির হোসেন, মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন দুই বোন। গত বুধবার দুপুর ১টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রহমানের হাট খেয়াঘাটে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মনির হাওলাদার।
নিখোঁজরা হলেন- ওই ইউনিয়নের জেলে রফিক সরদারের মেয়ে রাইসা (১২) এবং ঢাকা গেন্ডারিয়া এলাকার রিকশাচালক জসিম ব্যাপারীর মেয়ে জান্নাত (১৩)।  তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।
স্থানীয়রা জানান, ঈদে মা-বাবার সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে জান্নাত।  বুধবার দুপুর ১ টার দিকে সকলের অগোচরে গজারিয়া নদীতে গোসল করতে নামে।
এসময় তাদের একজন পানিতে তলিয়ে যেতে থাকলে অপরজন উদ্ধার করার জন্য চেষ্টা করে।  এক পর্যায়ে দুজনই তলিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী দুলাল বেপারী বলেন, পাশেই গোসল করেছিলেন তিনি। বিষয়টি টের পেয়ে সাথে সাথে তাদের নদীতে খুঁজতে থাকেন। পরবর্তীতে তার ডাক-চিৎকারে শত শত লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস এর ডুবুরীরা বুধবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোঁজাখুঁজি অব্যাহত রাখলেও উদ্ধার সম্ভব হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT