3:00 pm , June 14, 2025

জসিম জনি, লালমোহন প্রতিবেদক ॥ চুলায় দুধ গরম করতে দিয়ে পাশের ঘরে যায় মা ও মেয়ে। এসময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে চরকচ্চপিয়া গ্রামের আব্দুল আজিজ মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের সবকিছু হারিয়ে এখন নিস্ব ক্ষুদ্র ব্যবসায়ী হারুন মুন্সি। হারুন মুন্সির মেয়ে নাহার জানান, ঈদ উপলক্ষে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে তার মা দুধ গরম করার জন্য মাটির চুলায় সুপারির খোল দিয়ে আগুন ধরায়। পাশেই গ্যাস সিলিন্ডার ছিল। মাটির চুলায় দুধ রেখে তারা পাশের এক মহিলার সাথে কথা বলতে থাকেন। এসময় হঠাৎ প্রচন্ড শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হলে তারা কেঁপে উঠেন। মুহূর্তে পুরো ঘরে আগুন ধরে যায়। ঘরের ভিতর আগুন জ¦লতে দেখে ডাক চিৎকার দেয় তারা। ডাকচিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসও আসে। তবে ৩০ মিনিটের মধ্যে ঘরে থাকা সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঘরে জমি কেনার জন্য রাখা ৭ লাখ ৮২ হাজার টাকাও পুড়ে কয়লা হয়ে গেছে। এ দৃশ্য দেখে বৃদ্ধ বাবা ও মা জ্ঞান হারিয়ে ফেলেন।
হারুন মুন্সি ফরাজগঞ্জ ব্রিজের কাছে একটি মুদি দোকান করে কোনো রকমে সংসার চালাচ্ছেন। তার ওই আয় থেকে গত তিন বছর আগে নতুন করে একটি টিনসেড ঘর করেন। চার মেয়ের সবার বিয়ে হয়ে গেছে। কোন ছেলে নেই তার। বিকেল পর্যন্ত হারুন মুন্সি ও তার স্ত্রীর জ্ঞান ফিরেনি।
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবো।