অমৃত লাল দে-কে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ অমৃত লাল দে-কে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ - ajkerparibartan.com
অমৃত লাল দে-কে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ

2:55 pm , June 14, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ শিল্পপতি, সমাজসেবক এবং শিক্ষানুরাগী অমৃত লাল দে-এর ৩২তম মৃত্যুবার্ষিকী ছিলো ১৪ জুন। ১৯৯৩ সালের এই দিনে তিনি পরলোকগমন করেন। তার স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে বরিশালের সর্বস্তরের মানুষ।
অমৃত লাল দে ১৯২৪ সালের ২৭ জুন শরীয়তপুর জেলার আঙ্গারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে পরিবারিক আর্থিক সংকটের কারণে শিক্ষাজীবন সংক্ষিপ্ত হলেও আত্মবিশ্বাস, পরিশ্রম ও দূরদর্শিতার মাধ্যমে তিনি হয়ে ওঠেন দক্ষিণাঞ্চলের অন্যতম সফল উদ্যোক্তা ও সমাজহিতৈষী।
হাতে বিড়ি তৈরি করে শুরু করা পথচলা একসময় রূপ নেয় বৃহৎ শিল্প-প্রতিষ্ঠান “কারিকর বিড়ি ফ্যাক্টরি”-তে। বরিশালের এই বিখ্যাত কারখানা দীর্ঘ সময় ধরে হাজারো মানুষের কর্মসংস্থান ও জীবিকার অন্যতম প্রধান মাধ্যম হয়ে ওঠে।
অমৃত লাল দে শুধু ব্যবসায় নয়, শিক্ষাক্ষেত্রেও রেখে গেছেন অমর ছাপ। তার উদ্যোগে প্রতিষ্ঠিত অমৃত লাল দে মহাবিদ্যালয় আজ বরিশালের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এছাড়া তিনি বহু বিদ্যালয় ও কলেজে আর্থিক সহায়তা দিয়েছেন, মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করেছেন এবং সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন।অমৃত লাল দে শুধু একজন উদ্যোক্তা ছিলেন না; তিনি ছিলেন একজন মানবিক মানুষ। দুঃস্থ, অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো ছিল তার নেশা ও বিশ্বাস। নানা দুর্যোগ ও সংকটময় মুহূর্তে তিনি বরিশালের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সাহস ও সহমর্মিতার হাত বাড়িয়ে।১৯৯৩ সালের ১৪ জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু আজও তার অবদান বরিশালবাসীর হৃদয়ে অম্লান। প্রতিবছর ১৪ জুন তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অমৃত লাল দে মহাবিদ্যালয় ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্মরণসভা, কুইজ প্রতিযোগিতা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছিলো। তাঁর দেখানো আলোর পথ অনুসরণ করে সমাজ গঠনের কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার থাকুক সকলের হৃদয়ে। বরিশাল চিরদিন কৃতজ্ঞ থাকবে এই মহান ব্যক্তির প্রতি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT