4:47 pm , June 4, 2025

বিশেষ প্রতিবেদক ॥ ঈদ উল আযহা উপলক্ষ্যে বরিশাল মহানগরীতে বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছে সেনা বাহিনী, পুলিশ ও র্যাব। নগরীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা বিধানে বুধবার সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর যানযটের আধিক্য সমৃদ্ধ সড়কগুলোতে ট্রাফিক পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও অবস্থান নেয়। অনেক গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রন সহ শৃঙ্খলা বিধানে সেনা সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অপরদিকে বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের সবগুলো জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের নিরাপত্তা বিধানে র্যাব সদস্যরাও নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ আশপাশের এলাকাগুলোতেও বিএমপির ট্রাফিক পুলিশের সাথে এপিবিএন এবং র্যাব দায়িত্ব পালন করছে। বিএমপির নিয়মিত ফোর্সের বাইরে অতিরিক্ত সাড়ে ৩শ বিভিন্ন স্তরের পুলিশ কর্মী ছাড়াও আর্মড পুলিশের আরো দেড়শ ফোর্স নগরীর নিরাপত্তা বিধানে কাজ করছে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন। পাশাপাশি সাদা পোশাকে নগর বিশেষ শাখা এবং গোয়েন্দা পুলিশ মাঠে রয়েছে বলেও পুলিশ কমিশনার জানান।
একইসাথে মহানগরীর প্রতিটি মার্কেট ও শপিংমল ছাড়াও কুরবানীর পশুর প্রতিটি হাটেও পুলিশের একাধিক টিম কাজ করছে। এসব হাটগুলোতে জাল টাকা সনাক্তকরণ সহ যেকোন বে-আইনী কর্মকান্ড প্রতিরোধে বিএমপির অস্থায়ী চৌকি বসানো হয়েছে।
ঈদের দিন পুরো নগরীর শৃঙ্খলা বিধানেও মহানগর পুলিশ বিশেষ নজরদারী করবে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন। নগরীর প্রতিটি মসজিদ ও ঈদগাহে সাদা পোশাকে বিশেষ শাখার পুলিশ ছাড়াও গোয়েন্দা পুলিশ নজরদারী করবে।