4:45 pm , June 4, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ আজ বৃহস্পতিবার থেকে ঈদুল আযহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শুরু হচ্ছে। এ কারণে সকাল থেকে বরিশালের প্রতিটি ব্যাংকে ছিলো উপচেপড়া ভিড়। ব্যবসায়ি আব্দুর রহমান বলেন, আজ থেকে ব্যাংকগুলো ১০ দিন বন্ধ থাকবে। তাই টাকা তুলতে এসেছি। ব্যাংকে আসা গৃহবধু তাসলিমা আকতার বলেন, আমার ছোটখাটো ব্যবসা রয়েছে। ১০ দিন ব্যাংক বন্ধ থাকবে জানতে পেরে টাকা তুলতে এসেছি। বন্ধের সময় যাতে আর্থিক কোন সমস্যায় পড়তে না হয় সেজন্য আগেভাগে টাকা তুলে রাখছি। আগামী ১৫ জুন ব্যাংক খুলবে। অপরদিকে গতকাল থেকেই সরকারি বিভিন্ন অফিস ফাঁকা হতে শুরু করে। বেশির ভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী একদিন আগেই কর্মস্থল ছেড়েছেন।