3:59 pm , June 4, 2025

স্বরূপকাঠি প্রতিবেদক ॥ নেছারাবাদে সাধন দাস (৩৫)নামে এক মুড়ি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার সেহাংগল এলাকার বিনায়েকপুর এলাকায় কাফুলা গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সাধন দাস বিনায়েকপুর ২নং ওয়ার্ড এর শংকর দাসের ছেলে। জানাগেছে, স্থানীয়দের ধারণা সে আত্মহত্যা করেছে। সাধন মাদকাসক্ত ছিলো। সে প্রায়ই হতাশাগ্রস্ত থাকতো। অনেকের সাথে তার পরকীয়ার সম্পর্ক ছিলো। সাধনের সেহাংগল বিনায়েকপুর বাজারে একটি মুড়ির মিল আছে। তিনি মঙ্গলবার রাতে মিলে গিয়ে আর ফিরে আসেনি।
নেছারাবাদ থানার ওসি বনি আমিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।