বরিশালে রাজনৈতিক একশ মামলা প্রত্যাহার হচ্ছে বরিশালে রাজনৈতিক একশ মামলা প্রত্যাহার হচ্ছে - ajkerparibartan.com
বরিশালে রাজনৈতিক একশ মামলা প্রত্যাহার হচ্ছে

4:55 pm , June 3, 2025

মো: জিয়াউদ্দিন বাবু ॥ রাজনৈতিক বিবেচনায় বরিশাল নগরীসহ জেলার ১০০ মামলা না চালানোর সিদ্বান্ত নেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের দেয়া এ সংক্রান্ত একটি চিঠি বরিশালে এসেছে। মামলাগুলি যে সকল আদালতে বিচারাধীন রয়েছে সেই সকল আদালতকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করেছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ।
আদালত সুত্রে জানা গেছে, ফৌজদারী কার্যবিধির ১৮৯৮ এর ৪৯৪ ধারার আওতায় মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব মামলাগুলো ২০১৫ সালের পর থেকে পুলিশ বাদী হয়ে বিএনপি ও জামায়াত নেতাদের আসামী করেছিলো। মামলাগুলোর সিংহভাগ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে করা হয়। এছাড়াও বিস্ফোরক উপাদানবলী, বিস্ফোরক দ্রব্যে আইন, দ্রুত বিচার আইনের বিভিন্ন ধারা রয়েছে।
এ বিষয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আব্দুল মালেক বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ বিরোধী মতকে দমন পীড়নের জন্য যে সকল হয়রানিমুলক গায়েবী মামলা দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগ মামলাগুলো না চালানোর জন্য তালিকা পাঠিয়েছে। মঙ্গলবার ওই তালিকা সংশ্লিষ্ট সকল আদালতে পাঠিয়েছেন পিপি। সংশ্লিষ্ট আদালতের সরকারী কৌশলী ও মামলা পরিচালনা করা আইনজীবীদের অবহিত করা হয়েছে। তারা যেন বিষয়টি আদালতে অবহিত করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT