4:54 pm , June 3, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর খান (৬৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। সোমবার (২জুন) রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে গতকাল মঙ্গলবার হাউজিং মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মো: জিয়াউদ্দিন সিকদার, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চান, নগর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আলী হায়দার বাবুল, ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদ খান, ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদার, ওয়ার্ড যুবদল সভাপতি কবির খান, ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল খান, কৃষকদলের সভাপতি নুরুল ইসলাম, ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আসাদ হাওলাদার, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক রাকিবসহ বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।