4:32 pm , June 3, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বাচ্চু ও পৌর আওয়ামী লীগের সদস্য উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ফরহাদ হোসেন ওরফে ইতালী ফরহাদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ৫ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া জানান, মঙ্গলবার সকালে উপজেলার আশোকাঠী গ্রামের নিজ বাড়ি থেকে একাধিক ওয়ারেন্টভূক্ত আসামি গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বাচ্চুকে এবং চরগাধাতলীস্থ নিজ বাসা থেকে পৌর আওয়ামী লীগের সদস্য উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ফরহাদ হোসেন ওরফে ইতালী ফরহাদকে ডেভিলহান্ট অভিযানে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে অভিযান চালিয়ে সুন্দরদী গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত আসামি আরিফুল ইসলাম খান, বড়দুলালী গ্রাম থেকে আল-আমিন সরকার, উত্তর বাউরগাতি গ্রাম থেকে জিআর মামলার আসামি সোহেল হাওলাদার, উত্তর মোড়াকাঠী গ্রামের আলী আকবর ফকির ও লিটন রাঢ়ী এবং মাদকসহ নবীনগর সুন্দরদী গ্রাম থেকে আরমান সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।