3:47 pm , June 2, 2025

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোর্শেদ সজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিকিৎসক শিশির কুমার গাইন, সবুজ রায়, মিরন হালদার, সিনিয়র স্টাফ নার্স মৃদুলা সরকার, বিভা হালদার, প্রিয়াংকা হালদার, স্যানিটারী ইন্সপেক্টর সুখলাল সিকদার, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) রাহাত হোসেন প্রমুখ।