মাওলানা আবুল হাশেম বশিরউল্লাহর ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের শোক মাওলানা আবুল হাশেম বশিরউল্লাহর ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের শোক - ajkerparibartan.com
মাওলানা আবুল হাশেম বশিরউল্লাহর ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের শোক

4:23 pm , June 1, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ হিজলা উপজেলা জামায়াতের সাবেক আমীর ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক ৫ বারের চেয়ারম্যান জনপ্রিয় মুফাসসিরে কোরআন মাওলানা আবুল হাশেম মুহাম্মদ বশিরউল্লাহ রোববার (০১ জুন) ভোর ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে স্ত্রী,চার ছেলে,দুই মেয়েসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন? তিনি।
দীর্ঘ পেশাগত জীবনে তিনি বাহেরচর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ৫ মেয়াদে ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন ছাড়াও হিজলা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন মাওলানা বশিরউল্লাহ।
তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক  এ্যাডভোকেট মুয়াযযম  হোসাইন  হেলাল,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক  মাওলানা আব্দুল জব্বার, জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান ও ড. এসএম মাহফুজুর রহমান, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাঈদ আহমেদ খান ও আজিজুর রহমান অলিদ, হিজলা উপজেলা আমীর মাওলানা নুরুল আমিন, নায়েবে আমীর মাওলানা হারুন-রশিদ, সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, মেন্দিগঞ্জ উপজেলা আমীর শহিদুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, কাজীরহাট থানা আমীর মাওলানা আবুল হোসেন ও সেক্রেটারী কাজী লুৎফর রহমান প্রমুখ।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম মাওলানা আবুল হাশেম মোহাম্মদ বশিরউল্লাহ বরিশাল অঞ্চলসহ সারাদেশে মানুষের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সারাজীবন চেষ্টা করেছেন। বরিশালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার কাজে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ কর্মী। পেশাগত জীবনেও তিনি ছিলেন একজন যোগ্যতম দায়িত্বশীল। পেশাগত দায়িত্বের বাইরেও শিক্ষার্থীদের জীবন গঠনে ব্যক্তিগতভাবে তার অনেক অবদান রয়েছে। ছাত্রদের যে কোন সমস্যায় একজন অভিভাবক হিসেবে সবার আগে এগিয়ে আসতেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তিনি জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন। এত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন যে কারণে তার নির্বাচনী এলাকার জনগণ তাকে এক প্রকারে জোর করে নির্বাচনে প্রার্থী হতে বাধ্য করতেন। তার মৃত্যুতে সংগঠন হারিয়েছে একদম নিবেদিত প্রান দায়িত্বশীল, এলাকার জনগণ হারিয়েছে তাদের প্রিয় নেতাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT