4:37 pm , May 31, 2025

চরফ্যাসন প্রতিবেদক ॥ ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মো. রাসেল (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শনিবার চরফ্যাসন-দুলারহাট সড়কের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবুল খায়ের হাওলাদারের ছেলে ও পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)দুলারহাট শাখার একজন মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, এনজিও রাসেল সকালে নিজ বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরিবার উন্নয়ন সংস্থার দুলারহাট শাখায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ভোলা সদরে এম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, বিষয়টি আমার জানা নেই।
খবর বিজ্ঞপ্তি ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বরিশাল বিএম কলেজ পরিদর্শন ও আগত শিক্ষার্থী এবং অভিভাবকদের খোঁজ খবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর।
এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আহাদ, মহানগর সেক্রেটারি হাসান নাঈম, বরিশাল জেলা সভাপতি আলী আকবর, সেক্রেটারি সাঈদ আহমেদ, মহানগর প্রচার সম্পাদক রাশেদুল হাসান, অর্থ সম্পাদক আব্দুর রহমান সুজন, বি এম কলেজ সভাপতি শাহেদ হোসেন খান ও সেক্রেটারি নাহিদ আল হাসান।
এসময় তিনি ছাত্রশিবিরের হেল্প ডেক্স ও মেডিকেল ক্যাম্প এবং অন্যান্য ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন এবং আঞ্চলিক সংগঠন সমূহের ক্যাম্প পরিদর্শন করে অপেক্ষমান অভিভাবকদের খোঁজ খবর নেন।