সাংবাদিক সাদেক উদ্দিনের পিতার দাফন সম্পন্ন সাংবাদিক সাদেক উদ্দিনের পিতার দাফন সম্পন্ন - ajkerparibartan.com
সাংবাদিক সাদেক উদ্দিনের পিতার দাফন সম্পন্ন

4:36 pm , May 31, 2025

পরিবর্তন ডেস্ক ॥ দৈনিক আজকের পত্রিকার সহকারী বার্তা সম্পাদক ( ন্যাশনাল ডেস্ক ) সাদেক উদ্দিন আহমেদের বাবা বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদ এর নামাজে জানাজা শেষে শনিবার দাফন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০টারে দিকে জানাজা স্থল বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে রাম্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন দেয়া হয়। এর আগে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদকে গার্ড অব অর্নার প্রদান করেন রাস্ট্রের পক্ষে বাউফল উপজেলা ভুমি কর্মকর্তা প্রতিক কুমার কুন্ড। এসময় বাউফল উপজেলা প্রশাসন এবং কমিউনিস্ট পার্টির পক্ষে মরহুমের প্রতি পুস্পার্ঘ্য অর্পন করা হয়। জানাজায় বাউফলের সর্বস্তরের মুসল্লিগন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদ শুক্রবারে দুপুরে পটুয়াখালী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর । মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও বাউফল এবং মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন । চাকরি থেকে অবসরের পর তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তিনি এলাকায় একজন শিক্ষাবিদ, সমাজসেবক হিসেবে বেশ পরিচিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT