লালমোহনে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু লালমোহনে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু - ajkerparibartan.com
লালমোহনে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

4:34 pm , May 31, 2025

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চরকাঁলাচাঁদ এলাকার শাহাজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেনÑশাহাজাহান মিয়ার ছেলে মিনহাজ (২) ও সোহেল মিয়ার মেয়ে নাফিজা (২)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন।
জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলছিল দুই শিশু। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে মিনহাজের মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুরে শিশু দুটির নিথর দেহ ভাসতে দেখে তিনি চিৎকার শুরু করেন। স্থানীয়রা ছুটে এসে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT