জাতীয় পার্টির মিছিলে হামলা-পাল্টা হামলা ॥ রাতে জাপা অফিস ভাংচুর জাতীয় পার্টির মিছিলে হামলা-পাল্টা হামলা ॥ রাতে জাপা অফিস ভাংচুর - ajkerparibartan.com
জাতীয় পার্টির মিছিলে হামলা-পাল্টা হামলা ॥ রাতে জাপা অফিস ভাংচুর

4:31 pm , May 31, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে জাতীয় পার্টির (জাপা) বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় সংগঠনের মহানগর আহ্বায়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। অপরদিকে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা মিরাজকে জাতীয় পার্টির নেতাকর্মীরা ব্যাপক মারধর করে পুলিশে দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
গতকাল শনিবার বিকেলে নগরের ফকিরবাড়ি রোড ও সদর রোডের সংযোগস্থলে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগরের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে সদর রোডে ওঠার সময় পেছন থেকে ১০-১৫ জন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হলে, অন্য নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে পাল্টা হামলা চালায় হামলাকারীদের ওপর। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে ওইসময় হামলাকারীদের একজন ফকিরবাড়ি রোডের একটি মার্কেটের ভেতরে আটকা পড়ে। তাকে জাপার নেতাকর্মীরা ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের বৃহস্পতিবার (২৯ মে) রংপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা চেয়ারম্যান সাহেবের বাসভবনে হামলা ও ভাঙচুর করে এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপরই কিছু হামলাকারীকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।
তিনি বলেন, রংপুরের ওই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় বরিশালে আমরা কর্মসূচি গ্রহণ করি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর ফকিরবাড়ি কার্যালয় থেকে সদর রোডের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে কিছু বিনা উসকানিতে অহেতুক আমাদের ওপর লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীরা তা প্রতিহত করে এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন আমাদের নেতাকর্মীরা।
এ ব্যাপারে এনসিপি’র যুগ্ম মূখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহামুদা মিতু বলেন, জাতীয় পার্টি শেখ হাসিনার ডামী নির্বাচনে মদদ দিয়েছে। তারা ডামী বিরোধী দল হিসেবে তাদের রোল প্লে করেছে। তারা কিভাবে এদেশে রাজনীতি করতে চায়। তাদের অবস্থাও আওয়ামীলীগের মত হওয়া উচিত। আর তাদের তো এনসিপি প্রতিহত করছে না। তাদের প্রতিহত করছে সাধারণ মানুষ। বরিশালে যে হামলার ঘটনা ঘটেছে সে হামলা চালিয়েছে সাধারন জনগণ। এখানে এনসিপির কোন নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেন তিনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে তারা একজনকে মারধর করে আহত করে পুলিশ সদস্যদের কাছে দিয়েছেন। তিনি বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে শনিবার রাতে নগরীর ফকিরবাড়ী রোডে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর করা হয়েছে।
জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল জানান, রাতের অন্ধকারে কিছু লোক লাঠিসোটা নিয়ে এসে দলীয় কার্যালয় ভাংচুর করেছে। এর আগে বিকেলে তাদের বিক্ষোভ মিছিলে হামলা করা হয়েছে। দুইটি ঘটনায় মামলা করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত আটটার দিকে গন অধিকার পরিষদের কিছু নেতাকর্মীরা নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে থেকে জাতীয় পার্টিকে ফ্যাসিষ্টের দোসর অভিহিত করে তাদের নিষিদ্ধ দাবি করে শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি কাকলীর মোড় হয়ে ফিরে এসে ফকির বাড়ী রোডের মুখে আসে। তখন আরো একটি মিছিল এসে সেখানে একত্রিত হয়। পরে তারা ফকির বাড়ী রোডে সিহাব ভিলার দ্বিতীয় তলায় জাতীয় পার্টির অফিসে ভাংচুর করেছে। পরে তারা চলে গিয়েছে।
ভবনে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর সেনাবাহিনীর দুইটি টহল পিকআপ এলেও তারা ফকির বাড়ী রোডের প্রবেশ মুখে সদর রোডে ছিলো।
এ বিষয়ে গনঅধিকার পরিষদের বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বলেন, বিকেলে তাদের কিছু নেতাকর্মী নগরীর ফকির বাড়ী রোডে ছিলেন। তখন ফ্যাসিষ্টের দোসর জাতীয় পার্টি আপত্তিজনক শ্লোগান দেয়। এ সময় তাদের আপত্তিজনক শ্লোগান দিতে নিষেধ করলে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে। এতে তাদের ১২ জন নেতাকর্মী আহত হয়েছে। এছাড়াও যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা মিরাজকে আটক করে বেধরকভাবে মারধর করেছে। তাই ফ্যাসিষ্টদের নিষিদ্ধের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
নুরুল আমিনের দাবি তাদের নেতাকর্মীদের উপর হামলা করার কারনে ছাত্র-জনতা বিক্ষুদ্ধ হয়ে জাতীয় পার্টির কার্যালয়ে ভাংচুর করেছে বলে শুনেছি। সঠিক কারা করেছে এখনো জানি না। তবে তাদের নেতাকর্মীদের উপর হামলা করার ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT