লালমোহনে ৫০ ঘর সম্পূর্ণ বিধ্বস্ত লালমোহনে ৫০ ঘর সম্পূর্ণ বিধ্বস্ত - ajkerparibartan.com
লালমোহনে ৫০ ঘর সম্পূর্ণ বিধ্বস্ত

4:18 pm , May 30, 2025

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে ঘূর্ণিঝড়ে বাঁধ ভেঙ্গে মেঘনার পানি প্রবেশ করেছে। ঝড়ে পাঁচশ ঘর-বাড়ি আক্রান্ত হয়। এরমধ্যে প্রায় ৫০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
জানা গেছে, ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বৃহস্পতিবার বিকেলে মেঘনার প্রবল ¯্রােত ও ঝড়ো হাওয়ায় উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন বেড়িবাঁধ ভেঙ্গে যায়। এসময় মেঘনার পানি প্রবেশ করা শুরু করে। মেঘনার পানি ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (ভোলা-২) জরুরীভাবে ভেঙ্গে যাওয়া বাঁধ মেরামত শুরু করে। রাতভর ও শুক্রবার দিনব্যাপী স্থানীয়দের সহায়তায় বাঁধ মেরামত সম্পন্ন হলে পানি প্রবেশ বন্ধ হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার  শাহ আজিজ শুক্রবার বিকেলে ভেঙ্গে যাওয়া বাঁধ এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করেন। তিনি জানান, ৫০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ঝড়ে। গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT