মুলাদীতে ৬ কলেজ ছাত্রদলের কমিটিতে অছাত্র ও ছাত্রলীগ কর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ মুলাদীতে ৬ কলেজ ছাত্রদলের কমিটিতে অছাত্র ও ছাত্রলীগ কর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ - ajkerparibartan.com
মুলাদীতে ৬ কলেজ ছাত্রদলের কমিটিতে অছাত্র ও ছাত্রলীগ কর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ

4:12 pm , May 30, 2025

মুলাদী প্রতিবেদক ॥ বরিশালের মুলাদী উপজেলার ৬ কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল নেতৃবৃন্দ। গত ২৯ মে বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান স্বাক্ষরিত কমিটি গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছাত্রদলের বিভিন্ন কলেজ কমিটিতে অছাত্র, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে।
কাউন্সিল ছাড়া উপজেলা ও পৌর ছাত্রদল নেতাদের উপেক্ষা করে জেলা নেতারা কমিটি করায় ছাত্রলীগ ও অছাত্রসহ অন্যান্য দলের কর্মীরা কমিটিতে প্রবেশ করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল কর্মীরা। এছাড়া উপজেলা বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয় না করায় ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীরা কমিটি থেকে বাদ পড়েছে বলে জানান উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলামের দাবি, কাউন্সিল না হলেও ছাত্রদল কর্মীদের মতামতের ভিত্তিতে মুলাদী উপজেলার ৬টি কলেজের কমিটি ঘোষণা করা হয়েছে। গোপন করে কেউ কমিটিতে প্রবেশ করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানান, উপজেলার কলেজগুলোর কমিটি উপজেলা ও পৌর ছাত্রদল নেতাদের গঠন করার কথা। কিন্তু রহস্যজনক কারনে জেলা নেতারা কলেজের কমিটি গঠন করেছেন। মুলাদী সরকারি কলেজের ২৭জনের মধ্যে একাধিক ছাত্রলীগ কর্মী রয়েছে। চরকালেখান আদর্শ কলেজ ছাত্রদল কমিটিতে ৭ জনের মধ্যে সহসভাপতি আল আমিন ওই কলেজের বঙ্গবন্ধু ছাত্র পরিষদের অর্থবিষয়ক সম্পাদক এবং সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার ওই কলেজে ছাত্রত্ব নেই। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান মিঠু খানের সঙ্গে মারুফ বিল্লাহর একাধিক ছবি ভাইরাল হয়েছে। এছাড়া আরিফ মাহমুদ কলেজ, নাজিরপুর কলেজ, পূর্বহোসনাবাদ কলেজ ও হাজি সৈয়দ বদরুল হোসেন কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ কর্মীরা অনুপ্রবেশ করেছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন বলেন, ‘উপজেলার কলেজগুলোর ছাত্রদলের কমিটি গঠনের বিষয়ে জেলা ছাত্রদল নেতারা কিছু জানাননি। কমিটি ঘোষণার পরে বিষয়টি জেনেছি। অনেক ত্যাগী নেতাকর্মী বাদ পড়েছেন। এবিষয়ে জেলা ছাত্রদল নেতাদের সঙ্গে আলোচনা করা হবে।’
বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, এসব ইউনিটে দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি ছিলো না। কেন্দ্রিয় ছাত্রদল নেতাদের উপস্থিতিতে কলেজ ছাত্রদলের তৃণমূল কর্মীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠনের নেতাকর্মী কমিটিতে অনুপ্রবেশ করে থাকলে কমিটি বাতিলসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT