5:02 pm , May 29, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কমাতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের নেয়া কার্যকরী উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে সর্বত্র। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই বরিশালের বিভাগীয় কমিশনারের পাশাপাশি বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করা রায়হান কাওসারের জলাবদ্ধতা নিরসনে নেয়া বেশকিছু পদক্ষেপের কারনে গতকাল বৃহস্পতিবার দিনভর ভারি বৃষ্টিপাত হলেও নগরীতে জলাবদ্ধতা তেমন একটা হয়নি।ফলে এর আগে জলাবদ্ধতার শিকার হওয়া নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা বিসিসি’র প্রশাসককে সাধুবাদ জানিয়েছেন। সূত্রমতে, প্রশাসক হিসেবে সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহনের পর থেকে বিভাগীয় কমিশনার রায়হান কায়সার যেমন বিসিসির কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করছেন, তেমনি নগর উন্নয়নে তিনি বেশ কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহন করেছেন। তার সরাসরি তত্ত্বাবধানে অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কারের কাজ শুরু হয়েছে অনেক আগে থেকেই। তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ড্রেন পয়:নিস্কাসন কাজ তদারকি করছেন। কোথাও কোনো ব্যাঘাত ঘটলে তিনি তড়িৎ গতিতে তা সমাধানের নির্দেশ দিচ্ছেন। ফলে নগরীর বেশীরভাগ ড্রেন বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই পরিষ্কার হয়ে গেছে। নগরীর বাংলা বাজার, নবগ্রাম রোড, ব্রাউন কম্পাউন্ড, অক্সফোর্ড মিশন রোড, সদর রোড, বগুড়া রোডসহ আশপাশ এলাকার বেশ কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে বৃহস্পতিবারের টানা বৃষ্টিতে তাঁদের খুব একটা দূর্ভোগে পড়তে হয়নি। এর জন্য তাঁরা নগর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগে ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় ড্রেনগুলোতে ময়লা আটকে জলাবদ্ধতার সৃষ্টি হতো। ফলে সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে তাঁদের দূর্ভোগ পোহাতে হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে কয়েক দফায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেনগুলো খুব ভালো ভাবে পরিস্কার করেছে। যার কারনে বৃহস্পতিবার ও তার আগের রাত থেকে তুমুল বৃষ্টি হলেও পানি তেমনি একটা জমেনি। তাই এবছর জনদূর্ভোগ নেই বললেই চলে। বিসিসির পরিচ্ছন্নতা বিভাগের দায়িত্বশীল সূত্র জানায়, প্রশাসক মহোদয়ের নির্দেশ ও সরাসরি তত্ত্বাবধানে অভিজ্ঞ কর্মীদের নিয়ে নিরলস পরিশ্রম করে এবছর ড্রেনগুলো দফায় দফায় পরিচ্ছন্ন করা হয়েছে। যার সুফল পাচ্ছে নগরবাসী। পরিচ্ছন্নতা বিভাগের দায়িত্বরত কর্মকর্তা মো: ইউসুফ জানান, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি না হওয়ার ক্ষেত্রে প্রশংসার দাবিদার প্রশাসক মহোদয়। কারণ হিসেবে তিনি বলেন, এর আগে অল্প বৃষ্টিতেই নগরজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হতো। কিন্তু এবছর প্রশাসক মহোদয়ের নির্দেশে ড্রেনগুলো আগে থেকেই পরিস্কার করা হয়। যার কারনে বৃহস্পতিবার তুমুল বৃষ্টি হলেও কোথাও তেমন একটা জলাবদ্ধার সৃষ্টি হয়নি। সচেতন মহল মনে করেন, প্রশাসকের নেয়া এ উদ্যোগ নগরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতিফলন, যা নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার বলেন, নাগরিক সুবিধা ও পরিবেশ রক্ষায় আমরা দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। এটি সম্পন্ন হলে জলাবদ্ধতা ও দূষণজনিত দুর্ভোগ অনেকাংশে কমবে।তিনি নগর উন্নয়নে নগরবাসীকে আরো সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় একটি বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব।