মনপুরায় পানিবন্দি ৩ হাজার মানুষ মনপুরায় পানিবন্দি ৩ হাজার মানুষ - ajkerparibartan.com
মনপুরায় পানিবন্দি ৩ হাজার মানুষ

4:30 pm , May 29, 2025

মো: মেহেনাজ কাজী, মনপুরা প্রতিবেদক ॥ ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় শক্তি’র প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ওপর প্রবাহিত হচ্ছে। জোয়ারে প্লাবিত হয়েছে নি¤œাঞ্চল। এতে ওইসব এলাকার প্রায় ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া উপজেলা থেকে বিচ্ছিন্ন বেড়িবাঁধহীন চরকলাতলী ও চরনিজামে বেশিরভাগ এলাকা জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক। তিনি জানান, দুর্গত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। চরকলাতীতে গরু ও ছাগল মারা গেছে বলে জানান তিনি।
বুধবার রাত থেকে টানা ধমকা হাওয়াসহ ভারীবর্ষণে পুরো উপকূলজুড়ে আতংক বিরাজ করছে।
এদিকে বৃহস্পতিবার দুপুর ৩টায় মেঘনায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৩ হাজার বাসিন্দা।
সরেজিমনে ঘুরে দেখা গেছে, উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, চরমরিয়ম, সোনারচর ও চরযতিন গ্রামের নি¤œাঞ্চল জোয়ারে প্লাবিত হয়েছে। এছাড়া ১ নং মনপুরা ইউনিয়নের লঞ্চঘাট এলাকা, আন্দিরপাড় গ্রাম ও কাউয়ারটেক এলাকার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে।
এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকোশলী আসফাউদদৌলা জানান, মেঘনার পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়ে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় শুকনো খাবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও স্থানীয় ইউপি সদস্যদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT