4:29 pm , May 29, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন সহকারি শিক্ষকরা। শিক্ষকনেতা জহিরুল ইসলাম জাফর বলেন, চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিনদফা দাবির প্রতিটি দফা নিয়ে কর্তৃপক্ষ সুস্পষ্ট বক্তব্য প্রদান করেন। চলমান কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়নের প্রয়োজনে কর্তৃপক্ষের প্রতি সহযোগী মনোভাব রেখে চলমান কর্মসূচি ২৫ জুন পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গ্রহীত হয়।